৩০ সেকেণ্ড নয়, স্টেশনে পর্যাপ্ত সময়ের জন্যই দাঁড়াবে ট্রেন! তাহলে কি ভুল খবর ছড়িয়েছিল?

জেনে নিন সত্যিটা।

author-image
Anusmita Bhattacharya
New Update
Mumbai_local_train_1644724849456_1644724849703

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনের স্টপেজ সময় কমিয়ে ৩০ সেকেন্ড করা হয়েছে।এটি একটি বিভ্রান্তিকর খবর। এই তথ্য সম্পূর্ণ অসত্য বলে জানা এল। যাত্রীদের কাছে বিনীত অনুরোধ করা হল যে এমন ধরনের অপপ্রচারে বিশ্বাস যাতে তারা না করেন এবং বিভ্রান্ত না হন।

জানা গেল যে লোকাল ট্রেনগুলি আগের মতোই প্রতিটি স্টেশনে তাদের নির্ধারিত সময় অনুযায়ী দাঁড়াবে এবং সব যাত্রীদের ওঠা-নামা করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে। যাত্রীদের আরামদায়ক এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে  প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে পূর্ব রেলওয়ে।

যাত্রীদের অনুরোধ করা হল যে তারা ধৈর্য ও সতর্কতার সঙ্গে ট্রেনে ওঠানামা করুন এবং যেকোনো ধরনের গুজবে এড়িয়ে চলুন। পূর্ব রেলওয়ের লোকাল ট্রেনের স্টপেজের সময় আগে যা ছিল, এখনও তেমনই থাকবে। ফলে আপনাকেও আর তাড়াহুড়ো করতে হবে না।