নিজস্ব সংবাদদাতা: ফের ভয়াবহ চেহারা নিয়েছে ডেঙ্গু। ডেঙ্গু আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটল কলকাতায়। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হল ১০ বছরের এক নাবালিকার। কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসা চলছিল। পরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। অবশেষে শনিবার তার মৃত্যু হয়। এবছর এই মৃতের নাম পল্লবী দে। পিকনিক গার্ডেনের বাসিন্দা ওই নাবালিকা ভর্তি ছিল ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল কলকাতায়। মৃতের নাম পল্লবী দে। পিকনিক গার্ডেনের বাসিন্দা ওই নাবালিকাকে ভর্তি করা হয় ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে।