এবার আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে সরকার! কী বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, শর্ত দিয়ে খোলা মনে বৈঠক হয় না।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Chandrima.jpg


নিজস্ব সংবাদদাতা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সন্ধ্যা সাতটার পর একটি  সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দেওয়া উচিত। তাঁদের কাজে ফেরার আহ্বান জানান চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি তিনি বলেন, যে আদর্শ নিয়ে এই মহান প্রফেশানে তাঁরা এসেছিলেন, সেটাকে যেন সম্মান দেওয়া হয়। পাশাপাশি তিনি বলেন, মুখ্যমন্ত্রী খোলা মনে আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু শর্ত দিয়ে খোলা মনে বৈঠক হয় না। প্রসঙ্গত, জুনিয়র চিকিৎসকরা নবান্নে বৈঠকে যাওয়ার জন্য চারটি শর্ত রেখেছিলেন। সেই প্রসঙ্গে এই মন্তব্য করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 

asas

 tamacha4.jpeg