কয়লা পাচার: দিল্লিতে ডাক ইডির! ফাঁপরে মমতার Heavyweight মন্ত্রী

সরকারি কর্মসূচির জন্য এর আগে বারবার হাজিরা এড়িয়েছেন মন্ত্রী। এবার নির্দেশ দেওয়া হলো রাজ্যের আইনমন্ত্রীকে দিল্লি গিয়ে ইডির তদন্তে সাহায্য করতে হবে।

author-image
Anusmita Bhattacharya
New Update
MALAY

নিজস্ব সংবাদদাতাঃ কয়লা পাচার মামলায় (Cow Smuggling) আরো চাপে পড়লেন রাজ্যের আইনমন্ত্রী (Bengal Law Minister) মলয় ঘটক (Malay Ghatak)। মলয়ের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার মন্ত্রীকে দিল্লিতে গিয়ে ইডির (ED) তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হল। তবে, একই সঙ্গে আদালত এটাও জানায় যে এর আগের সমনগুলি এড়িয়ে যাওয়ার জন্য মলয় ঘটকের বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে না। কয়লা পাচার মামলায় একাধিকবার বাংলার আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করে ইডি। হাজিরা এড়াতে দিল্লি হাই কোর্টে (High Court) যান মন্ত্রী। বুধবার সেই মামলার শুনানি শেষে এই রায় দিল আদালত।