নিজস্ব সংবাদদাতা: আরজি করের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য। পাশাপাশি ১৪ আগস্ট হাসপাতালে কেন ভাঙচুর করা হল সেই বিষয়টিও খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। এই সবের জন্য জিজ্ঞাসাবাদও চালিয়ে যাচ্ছেন তারা। এরই মধ্যে এবার সিবিআই অফিসে ডাক পড়ল DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। এর আগেও সিবিআই আধিকারিকরা ডেকে পাঠিয়েছিলেন তাঁকে। তবে রাজনৈতিক কর্মসূচীতে ব্যস্ত থাকার কারণে সেখানে যেতে পারেননি মীনাক্ষী।
বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সিবিআই দফতরে যাবেন বামনেত্রী। মূলত, ১৪ আগস্ট আরজি করে ভাঙচুরের ঘটনা নিয়ে কথা বলার জন্য মীনাক্ষীকে ডেকে পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।
তরুণী চিকিৎসকের ঘটনাটার পর ১৪ আগস্টই ছিল প্রথম ‘রাত দখলের’ কর্মসূচী। বিভিন্ন জেলায়, বিভিন্ন প্রান্তে রাত দখল করেছিল মহিলারা। সেই দিন ওই সময়ই মীনাক্ষীর নেতৃত্বে বামেরা ঘটনাস্থলে অবস্থান করছিল। বিক্ষোভ কর্মসূচী পালন করছিলেন তারা। আচমকায় সেই সময় একদল দুষ্কৃতী এসে হামলা চালায়। ভাঙচুর করা হয় হাসপাতাল। এমনকি হামলাকারীদের ভাইরাল অডিওতে এও বলতে শোনা যায়, ‘চল এবার তিনতলায়, সেমিনার হল ভাঙি’।
তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে তবে কি তিলোত্তমার ঘটনার প্রমাণ লোপাটের জন্যই দুষ্কৃতীরা সেদিন হামলা চালিয়েছিল? যেহেতু সেদিন ভাঙচুরের সময় মীনাক্ষী ঘটনাস্থলেই ছিলেন, তাই সেই কারণে ওই দিন রাতে ঠিক কি হয়েছিল, সেই বিষয়ই বিশদে জানতে বাম নেত্রী কে ডেকে পাঠালো সিবিআই।