‘ইচ্ছা করেই বলতে দেওয়া হয়নি আমায়’, ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা

'তাদের আমাকে ৩০ মিনিট সময় দেওয়া উচিত ছিল'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mamataacm.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: নীতি আয়োগের বৈঠকে মাঝপথে উঠে চলে আসার পর কলকাতায় ফিরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতায় পা রেখেই কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি। এদিন তিনি বলেন, “বিরোধী শাসিত রাজ্যগুলির মধ্যে আমিই একমাত্র ছিলাম যে সেখানে গিয়েছিল। তাদের আমাকে ৩০ মিনিট সময় দেওয়া উচিত ছিল। বৈঠকের শুরুতে, রাজনাথ সিং বলেছেন যে ৫-৭ মিনিটের মধ্যে তাদের মতামত উপস্থাপন করা উচিত। কিন্তু তাদের লোকদের ২০ মিনিট সময় দেওয়া হয়েছে। তারা বিশেষ প্যাকেজ এবং সুবিধা পেয়েছে। অথচ আমরা বিরোধীরা কিছুই পায়নি। অথচ বলতে দেওয়ার সুযোগও দেওয়া হয়নি। তাই আমি সঠিক কাজ করেছি সভা বয়কট করে। আমি তাদেরকে বাংলার অপমান করতে দেব না। আমি অন্য রাজ্যে সরকার চালাতে থাকা বিরোধী দলগুলোর পাশে দাঁড়াবো। তারা যদি তাদের ভুল বুঝতেন তবে তারা আমার সাথে এমনটি করতেন না। এটি বিরোধীদের অপমান করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা ছিল”।

 

Adddd