হোলির দিন দুপুর থেকে চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের শেষ মেট্রোর সময় বদল হচ্ছে না। প্রতিদিন এই রুটে দিনভর ২৬২টি মেট্রো চলাচল করে। কিন্তু দোলের দিন ৬০টি মেট্রো যাতায়াত করবে।
নিজস্ব সংবাদদাতা: দোলের দিন সকাল থেকে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। মেট্রো মিলবে দুপুর পৌনে তিনটে থেকে। তবে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের শেষ মেট্রোর সময় বদল হচ্ছে না। দোলের দিন বাড়ি থেকে বেরোনোর আছে জেনে নিন নতুন সময়সূচি।
সূত্রের খবর, এদিন প্রথম মেট্রো দক্ষিণেশ্বর থেকে দুপুর আড়াইটেয় ছাড়বে। অপরদিকে, কবি সুভাষ থেকেও প্রথম মেট্রো ছাড়বে একই সময়। শেষ মেট্রোর সময় বদলাচ্ছে না। প্রতিদিন এই রুটে দিনভর ২৬২টি মেট্রো চলাচল করে। কিন্তু দোলের দিন ৬০টি মেট্রো যাতায়াত করবে।
ফাইল চিত্র
শুক্রবার এসপ্ল্যানেড-হাওড়া রুটেও চলবে কম সংখ্যক মেট্রো। ওইদিন ৪২টি মেট্রো চলবে এই রুটে। দু'দিক থেকেই দিনের প্রথম মেট্রো ছাড়বে বেলা তিনটেয়। রাত পৌনে ন’টার বদলে শেষ মেট্রো ৮টায়। ১৫ মিনিট অন্তর এই রুটে মেট্রো চলাচল করবে।
উল্লেখ্য, দোলের দিন শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে চলাচল করবে মাত্র ২২টি মেট্রো। দিনের প্রথম মেট্রো ছাড়বে বেলা তিনটেয়। শেষটি রাত ৮টায়। ৩০ মিনিট পর পর চলবে মেট্রো। তবে অরেঞ্জ এবং পার্পল লাইন অর্থাৎ জোকা-তারাতলা এবং রুবি রুটে মেট্রো সম্পূর্ণ বন্ধ থাকবে।