দুর্গাপূজা স্পেশাল মেট্রো পরিষেবা: সপ্তমীতে সারারাত চলবে মেট্রো, জানুন সময়সূচী

কলকাতা মেট্রো চলতি দুর্গা পূজায় বিশেষ ট্রেন চলাচল শুরু করছে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত ২৪৮টি, দশমীতে ১৭৪টি ও একাদশীতে ১৩০টি ট্রেন চলবে।

author-image
Debapriya Sarkar
New Update
Metro rail

নিজস্ব প্রতিবেদন : দুর্গা পূজার সময়কালে কলকাতা মেট্রো বিশেষ ট্রেন পরিষেবার ঘোষণা করেছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত, সপ্তমী থেকে নবমী পর্যন্ত মোট ২৪৮টি ট্রেন চলবে। দশমীতে ১৭৪টি এবং একাদশীতে ১৩০টি ট্রেন পরিষেবা থাকবে। দ্বাদশী ও ত্রয়োদশীতে মিলিয়ে ২৩৬টি ট্রেন চলবে।

Metro rail

মেট্রো পরিষেবা সপ্তমীর ভোর থেকে শুরু হবে এবং দশমীর মাঝরাত পর্যন্ত চলবে। শিয়ালদহ থেকে সেক্টর ৫ লাইনে সপ্তমী থেকে প্রথম মেট্রো দুপুর ১টা থেকে পাওয়া যাবে, শেষ মেট্রো রাত সাড়ে ১১টায়। দশমীতে প্রথম মেট্রো দুপুর ২টায় এবং শেষ মেট্রো রাত ৯টা ৪৫ মিনিটে ছাড়বে।

Metro rail

এছাড়া, জোকা-মাঝেরহাট লাইনে চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত ট্রেন চলবে, তবে সপ্তমী থেকে একাদশী পর্যন্ত কোনও পরিষেবা থাকবে না। বিভিন্ন স্টেশনে কিউ আর কোড-ভিত্তিক টিকিট পাওয়া যাবে, এবং ভিড় বেশি হলে বিশেষ টিকিট বুকিং টার্মিনাল দ্বারা টিকিট বিক্রি করা হবে।

kolkata-metro-line-1_0_1200

মোট ২৩টি বিশেষ টার্মিনাল স্থাপন করা হয়েছে, যা দক্ষিণেশ্বর, দমদম, বেলগাছিয়া, এসপ্লানেড সহ বিভিন্ন স্টেশনে উপলব্ধ থাকবে। এই উদ্যোগের মাধ্যমে যাত্রীদের জন্য যাতায়াতকে সহজতর করা হবে।