নিজস্ব সংবাদদাতা: জয় হিন্দ স্টেশন বা বিমানবন্দর স্টেশন থেকে নোয়াপাড়ার মাঝে মেট্রোর ট্রায়াল রান শুরু হয়েছে। ৬.২৫ কিলোমিটার এই পথে পরীক্ষামূলকভাবে চলল পরিষেবা। বিমানবন্দর স্টেশন সম্পর্কে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনটি হবে ৫৫০ মিটার দীর্ঘ। ৪১.৬ মিটার চওড়া। চারটি ট্র্যাক থাকবে। স্টেশনটি টার্মিনাল বিল্ডিং থেকে ১৫০ মিটার দূরে তৈরির পরিকল্পনা করা হয়েছে। টার্মিনাল বিল্ডিংএর সঙ্গে ওয়াকওয়ের মাধ্যমে যুক্ত থাকবে বলেও সূত্রের খবর। তবে কবে থেকে নোয়াপাড়া থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে, এই বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে এখনও কিছু জানা যায়নি।