রবিবার পাল্টে যাচ্ছে মেট্রোর সময়! না জানলে বিপদে পড়বেন

রবিবার সকাল ১০টায় প্রথম মেট্রো চালু হয়। কিন্তু মে মাসের শেষ রবিবার প্রথম মেট্রো চালু হবে সকাল ৭টায়। বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
metro.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) পরীক্ষার্থীদের (Civil Services Preliminary Exam) সুবিধায় চলতি মাসের শেষ রবিবার মেট্রোর Blue লাইন (Metro Blue Line) করিডরে (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) ট্রেনের সময়সূচি পাল্টে ফেলা হল। ২৮ মে, রবিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে সকাল ৭টা থেকেই প্রথম মেট্রো (First Metro) চালু করা হবে। সেই সঙ্গে অন্যান্য রবিবারের তুলনায় ওই দিন বেশি সংখ্যক মেট্রো চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ লাইনে ৭৩টি করে আপ-ডাউন মিলিয়ে ১৩০টি ট্রেনের বদলে ১৪৬টি মেট্রো চলবে।  ২৮ মে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর দু’স্টেশন থেকেই সকাল ৭টায় প্রথম ট্রেনের যাত্রা শুরু হওয়ার পাশাপাশি দমদম এবং কবি সুভাষ স্টেশনেও পরিষেবা চালু হবে। দমদম থেকে দক্ষিণেশ্বরেও সকাল ৯টার পরিবর্তে সকাল ৭টায় প্রথম ট্রেন চলবে।