নিজস্ব প্রতিবেদন : দুর্গা পুজোয় মেট্রো যাত্রীদের জন্য বড়সড় সুখবর এসেছে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর পরিষেবা পাওয়া যাবে কবি সুভাষ থেকে দক্ষিণশ্বর এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে। এটি গঙ্গার এপার ও ওপারের দুই শহরকে যুক্ত করেছে, যা মার্চ মাসে প্রধানমন্ত্রী মোদির উদ্বোধনের পর থেকে সক্রিয় রয়েছে। গত বছরগুলির মতো এবারও কবি সুভাষ (নিউ গড়িয়া) ও দক্ষিণেশ্বরের মধ্যে রাতভর পরিষেবা চালু থাকবে।
সিনিয়র অফিসারদের মতে, সপ্তমী, অষ্টমী ও নবমীতে যাত্রীরা হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রাতভর মেট্রো পরিষেবা উপভোগ করতে পারবেন। এই দিনগুলোতে ১২৪টি করে মোট ২৪৮ টি মেট্রো পরিষেবা দেওয়া হবে। হাওড়া ও পাশ্ববর্তী জেলা থেকে পুজো দেখতে আসা যাত্রীদের জন্য এটি একটি বিশেষ সুবিধা। এছাড়া দশমীর দিন পাওয়া যাবে ১৭৪ টি মেট্রো পরিষেবা, একাদশীর দিন পাওয়া যাবে ১৩০টা পরিষেবা এবং দ্বাদশী ও ত্রয়দশীতে ২৩৬ টি করে পরিষেবা পাওয়া যাবে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পুজোয় হাওড়া ময়দান থেকে রাত ১:৩০ মিনিটে পরিষেবা শুরু হবে এবং এসপ্ল্যানেড থেকে মাঝরাত ১:৪৫ মিনিট নাগাদ শেষ হবে। এর ফলে হাওড়া ও হুগলি জেলা থেকে পুজো দেখতে আসা যাত্রীরা সারাদিনে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা মেট্রো পরিষেবা পাবেন।
এছাড়াও, সল্টলেক অথবা ভিআইপি রোড বরাবর পুজো দেখতে ইচ্ছুক যাত্রীদের জন্য শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত গ্রীণ লাইন পরিষেবা খোলা থাকবে। এই শাখায় রাত ১:০০ টায় প্রথম ট্রেন ছাড়বে এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে রাত সাড়ে ১১ টায় শেষ পরিষেবা মিলবে।