এবার দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ছুটবে মেট্রো, জানুন কবে থেকে শুরু হবে পরিষেবা

কলকাতা মেট্রো রেলের সম্প্রসারণে নতুন ইয়োলো লাইন চালু হতে যাচ্ছে, যা দমদম ক্যান্টনমেন্টকে মধ্যমগ্রাম ও বারাসাতের সঙ্গে যুক্ত করবে।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব প্রতিবেদন : কলকাতা মেট্রো রেলের পরিধি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং শহর ও শহরতলির মানুষের জন্য এটি এক গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী মেট্রোর বিভিন্ন লাইনে চলাচল করে শহরের এ প্রান্ত থেকে সে প্রান্তে পৌঁছান। বর্তমানে মেট্রো রেল ছয়টি প্রধান লাইনে বিভক্ত: নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, সাউথ ওয়েস্টার্ন (জোকা), নিউ টাউন (এয়ারপোর্ট), ইস্টার্ন (বারাসাত) এবং নর্দান (ব্যারাকপুর)।

publive-image

আগামী কয়েক বছরে চালু হতে পারে ইয়োলো লাইন, যা দমদম ক্যান্টনমেন্টকে মধ্যমগ্রাম ও বারাসাতের সঙ্গে যুক্ত করবে। দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, তবে বিরাটি এলাকায় এই লাইনের নির্মাণ কাজ চলছে। এই লাইন চালু হলে বারাসত, বসিরহাট, হাসনাবাদ এবং বনগাঁ থেকে আসা যাত্রীরা সহজেই কলকাতার বিভিন্ন স্থানে পৌঁছতে পারবেন।

publive-image

যাত্রাপথে মোট দশটি স্টেশন থাকবে: নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোহর রোড, জয় হিন্দ, বিরাটি, মাইকেল নগর, নিউ বারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুর এবং বারাসাত। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে আধুনিক যাত্রী সুবিধা, যেমন এস্কেলেটর, লিফট এবং ডিজিটাল ডিসপ্লে বোর্ডসহ একাধিক সুবিধা উপলব্ধ রয়েছে। ইতিমধ্যে এই লাইনের জন্য দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে।