সপ্তমী থেকে প্রতিবারই চলে
সপ্তমী থেকে প্রতিবারই চলে। এবারও সিদ্ধান্ত হয়েছিল পুজোর ভিড় সামাল দিতে সপ্তমী, অষ্টমী ও নবমীতে রাতভর চলবে মেট্রো। কিন্তু, কোথায় কী! মহালয়া থেকেই কলকাতার নামজাদা সব পুজো মণ্ডপে দেখা গিয়েছিল দেদার ভিড়ের ছবি।
সপ্তমী থেকে প্রতিবারই চলে। এবারও সিদ্ধান্ত হয়েছিল পুজোর ভিড় সামাল দিতে সপ্তমী, অষ্টমী ও নবমীতে রাতভর চলবে মেট্রো। কিন্তু, কোথায় কী! মহালয়া থেকেই কলকাতার নামজাদা সব পুজো মণ্ডপে দেখা গিয়েছিল দেদার ভিড়ের ছবি।
ট্র্যাফিক জ্যাম এড়িয়ে গন্তব্যে পৌঁছাতে অনেকেই ভরসা করছেন মেট্রোতে। তৃতীয়া, চুতুর্থী পঞ্চমীতে মেট্রোয় হয়েছে রেকর্ড ভিড়। পঞ্চমীর দিন কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত মেট্রোয় ভিড় হয়েছিল প্রায় ৮ লাখ মানুষের। এরইমধ্য়ে বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রোর।
ঠেলা সামাল দিতে ষষ্ঠীতেও মধ্যরাত পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও আগেই বলা হয়েছিল যাত্রীদের সুবিধার্থে পঞ্চমী (১৯/১০/২৩) এবং ষষ্ঠী (২০/১০/২৩) কলকাতায় চলবে ২৮৮ টি মেট্রো। পাশাপাশি আগামী এক সপ্তাহের জন্য মেট্রো পরিষেবার ক্ষেত্রে বড় বদল আনা হয়েছে।
{{ primary_category.name }}