শনিবার বন্ধ থাকছে মেট্রো! ক্লিক করে জানুন লেটেস্ট আপডেট

গঙ্গার তলা দিয়ে মেট্রোয় চড়তে নিশ্চয়ই অপেক্ষা করছেন? তবে তার আগে আগামী দুটি শনিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা। রইল সেই সংক্রান্ত আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
metro.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: 'ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট' চলবে। তাই পরপর দুটি শনিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ আগামী ১৯ অগস্ট এবং আগামী ২৬ অগস্ট ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো বন্ধ রাখা হচ্ছে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে ওই দু'দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শিয়ালদা-সল্টলেক সেক্টর ফাইভ এবং এসপ্ল্যানেড-হাওড়া ময়দান অংশে ওই সেফটি টেস্ট চালানোর কাজ হবে। এটি গঙ্গার তলা দিয়ে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অংশে মেট্রো পরিষেবা চালু করার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসপ্ল্যানেড-হাওড়া ময়দান অংশ প্রায় সম্পূর্ণ। আপাতত যা কাজ চলছে, তা মূলত শেষ পর্যায়ের বলেই জানা গেছে। তারপর রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্রের জন্য আবেদন করা হবে। রেলওয়ে সেফটি কমিশনার সবুজ সংকেত পেলেই গঙ্গার পূর্ব এবং পশ্চিম পাড়ের হাজার-হাজার মানুষের স্বপ্নপূরণ করা সম্ভব হবে। বাণিজ্যিকভাবে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান অংশে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে।