Yellow Line! বাড়ছে মেট্রোর রুট

আপনি কি বিমানবন্দর চত্বরে থাকেন? জানেন কি শীঘ্রই শুরু হচ্ছে মেট্রো পরিষেবা? শহরবাসীর জন্য সম্প্রসারিত হচ্ছে মেট্রোর লাইন। ইয়েলো লাইনে চলবে মেট্রো। খুলে যাবে নিউ রুট।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
11111

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : শহরে বাড়ছে মেট্রোর রুট! শীঘ্রই শুরু হচ্ছে ইয়েলো লাইন! ইতিমধ্যেই বিমানবন্দর স্টেশনের মেট্রোর লুক প্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ। এবার মেট্রোর হলুদ লাইনে পরিষেবা শুরুর সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে অনেকটাই গতি বেড়েছে  নোয়াপাড়া-বারাসত মেট্রো করিডরের কাজে।কলকাতা মেট্রোর এই ইয়েলো লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন বিমানবন্দর লাগোয়া মেট্রো স্টেশন। এই মেট্রোর কাজ সম্পূর্ণ বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এই মেট্রো চালু হলে বিমান থেকে নেমে কলকাতার যেকোনও প্রান্তেই পৌঁছনো যাবে অতি কম সময়ে ও সহজেই।

Siemens wins Signaling Contract of Kolkata Metro Line 3 & 6 |Metro Rail  Today
হলুদ লাইনে মেট্রো পরিষেবা চালু হলে যাত্রীর সংখ্যাও অনেকটাই বাড়বে। ফলে লক্ষ্মীলাভ হবে।নোয়াপাড়া-বারাসত মেট্রো করিডরের এই স্টেশন একটি আন্ডারগ্রাউন্ড সাবওয়ের মাধ্যমে বিমানবন্দরের সঙ্গে যুক্ত। সাবওয়ের কাজ সম্পূর্ণ হয়েছে তিন মাসেই। স্টেশনও প্রস্তুত। অন্দরসজ্জার কাজ কিছুটা বাকি।যশোর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত সংযোগকারী স্টেশনের কাজ আগেই শেষ হয়ে গিয়েছে। এই স্টেশনে নিউ গড়িয়া বিমানবন্দর-বিমানবন্দর এবং নোয়াপাড়া-বিমানবন্দর করিডর সংযুক্ত হচ্ছে। পাশাপাশি থাকবে আপ ডাউনের চারটি লাইন। এছাড়াও এই স্টেশনে থাকছে আপৎকালীন পরিস্থিতির জন্য অতিরিক্ত এই লাইনও। 

Kolkata: Safety nod for Joka-Taratala Metro run | Kolkata News - Times of  India
জানা যাচ্ছে,  ৮৫ মিটার ট্রাভেলেটর থাকছে বিমানবন্দর ও মেট্রো স্টেশনের মধ্যে। এতে কি সুবিধা?যাত্রীরা লাগেজ নিয়ে সহজে ট্রাভেল করতে পারবেন। সম্পূর্ণ করিডরে মেট্রো চলাচল শুরু হলে এই স্টেশনে নেমে হলুদ লাইনের যাত্রীরা ট্রেন বদলে মূল মেট্রো লাইন অর্থাৎ নিউ গড়িয়া মেট্রো বিমানবন্দর লাইনের ট্রেন ধরতে পারবেন। আবার ওই লাইনের যাত্রীরাও ট্রেন বদলে হলুদ লাইনের ট্রেন ধরতে পারবেন এই স্টেশন থেকেই।

Kmrc Plans Full Run Of E-w Metro From Sec V To Howrah Maidan By Dec 2023 |  Kolkata News - Times of India

পুজোর আগে কি চালু হবে ইয়েলো লাইন? মেট্রোর লাইন সম্প্রসারণে যানজট এড়িয়ে সহজেই যাতায়াত করতে পারবেন যাত্রীরা। সেক্ষেত্রে যারা বাসে ট্রামে যাতায়াত করছিলেন তাদের অনেকেই মেট্রোয় উঠবেন। হলুদ লাইন চালু হলে কলকতার মুকুটেও নতুন পালক যোগ হবে। এখন দেখার কবে থেকে পরিষেবা শুরু হয়। বিমানবন্দরের মেট্রো স্টেশন নিয়েও উচ্ছ্বসিত শহরবাসী। যেমন ঝাঁ চকচকে লুক, তেমনই রয়েছে নানান সুবিধা। মেট্রোর মুকুটেও নতুন পালক যোগ করবে এটি। উন্নয়নের নিরিখে আরো কয়েক ধাপ এগিয়ে যাবে শহরতলী। পর্যটকদের কাছেও হবে নতুন হাতছানি। সব মিলিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। কবে থেকে মিলবে পরিষেবা, খুলে যাবে নিউ রুট সেই অপেক্ষায় শহরবাসী।