রাতের শহরে মেট্রোতে করে সফর? বন্ধ হতে পারে পরিষেবা

শেষ জোড়া মেট্রো থেকে রোজগার হচ্ছে মাত্র ৬০০০ টাকা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kalighat

File Picture

নিজস্ব সংবাদদাতা: জনপ্রিয় হল না রাতের বিশেষ মেট্রো পরিষেবা। সুবিধা বাড়াতে বিশেষ মেট্রোর ব্যবস্থা করা হলেও আখেড়ে লাভ হল না মেট্রো কর্তৃপক্ষের। কার্যত মুখ থুবড়ে পড়ল মেট্রোর কোষাগার।

গত ২৫ মে থেকে কলকাতার মেট্রো পরিষেবায় শুরু হয়েছে রাতের বিশেষ মেট্রো। সোম থেকে শুক্র রাত ১১টায় আপ-ডাউন দু’তরফ থেকেই ছাড়া হচ্ছে শেষ মেট্রো। আশা করা হয়েছিল, জনসাধারণের সুবিধার্থেই এই মেট্রো চালানো হবে। কিন্তু আগামী একমাসের মধ্যে দেখা যাচ্ছে, আপ-ডাউন মিলে দুটি মেট্রোয় দিনে গড়ে ৬০০-র বেশি যাত্রী হচ্ছে না। ফলে শেষ জোড়া মেট্রো থেকে রোজগার হচ্ছে মাত্র ৬০০০ টাকা।

tet exam metro.jpg

আর এতেই কার্যত মেট্রোর অর্থ ব্যবস্থা তলানিতে ঠেকছে। লাভ তো দূরের ব্যপার, চরম লোকসানের মুখোমুখি হচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাই কানাঘুষো শোনা যাচ্ছে, হইতো এবার বন্ধ হয়ে যেতে পারে শেষ মেট্রো পরিষেবা। একমাসেই সমাপ্তি ঘটবে রাত ১১টার শেষ মেট্রোর।

Add 1