মেট্রোর নতুন ভাড়ার তালিকা পেল প্রকাশ! বাড়ি থেকে বেরোনোর আগে ক্লিক করুন

লোকসভার আগে থেকে কলকাতা মেট্রোর তিনটি রুট চালু হওয়ার বিষয়ে নানা জল্পনা চলছিল। শেষমেশ এল সুখবর। প্রধানমন্ত্রী মোদী নিজেই করবেন হাওড়া থেকে এসপ্ল্যানেডের মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবার উদ্বোধন।

author-image
Anusmita Bhattacharya
New Update
kolmetro

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আগামী ৬ মার্চ কলকাতা সফরে এসে হাওড়া থেকে এসপ্ল্যানেডের মধ্যে বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবার উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। এই সফরে কলকাতা মেট্রোর তিনটি নয়া রুটের উদ্বোধন করতে চলেছেন তিনি। অর্থাত্‍ ৬ মার্চ থেকেই শুরু হয়ে যাবে গঙ্গার ২৮ মিটার নীচ দিয়ে মেট্রো সফর। সামনে আনা হয়েছে নয়া মেট্টো রুটের ভাড়ার তালিকা। 

প্রকাশিত তালিকা অনুযায়ী, হাওড়া থেকে চালু হওয়া মেট্রো রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা। হাওড়া থেকে হাওড়া ময়দানের ভাড়া ৫ টাকা। হাওড়া থেকে মহাকরণ, এসপ্ল্যানেড ভাড়া ১০ টাকা। হাওড়া থেকে দক্ষিণেশ্বর, বরানগর, নোয়াপাড়া এবং দক্ষিণে মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম, কবি সুভাষ যাওয়ার ভাড়া ৩০ টাকা। সদ্য চালু হওয়া নিউ গড়িয়া-রুবি রুটে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে হাওড়া ভাড়া ৫০ টাকা। একইভাবে হাওড়া থেকে কবি সুকান্ত, যতীন্দ্রনাথ নন্দী স্টেশনের ভাড়া স্থির করা হয়েছে ৪০ টাকা।

হাওড়া থেকে উত্তরে দমদম, বেলগাছিয়া, শ্যামবাজার এবং দক্ষিণে নেতাজি, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত ভাড়া ২৫ টাকা। একইভাবে হাওড়া থেকে শোভাবাজার-সুতানুটি, গিরিশ পার্ক, মহাত্মা গান্ধি রোড, রবীন্দ্র সদন, নেতাজি ভবন এবং যতীন দাস পার্কের ভাড়া ২০ টাকা।

Add 1

Addd 3

স

স্ব