নিজস্ব সংবাদদাতা:নোয়াপাড়া-কবি সুভাষ রুটে মেট্রো পরিষেবায় আসছে আরো ট্রেন। সোমবার থেকে সকালে ও সন্ধ্যায় এই পরিষেবার সুবিধে পাবেন আপনারা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে যে এ বার থেকে সপ্তাহে ৬ দিন (সোমবার-শনিবার) ব্লু লাইন মেট্রোয় ১৪ টি ট্রেন বেশি চালানো হবে। বাড়তি ৭ টি আপ এবং ৭ টি ডাউন ট্রেন থাকবে সকাল ৯ থেকে ১১ এবং বিকেল ৫ থেকে রাত ৮ পর্যন্ত। আপাতত ট্রায়াল বেসিসে পাবেন এই পরিষেবা। কর্তৃপক্ষের আশা, তাঁদের এই পদক্ষেপে সুবিধে হবে মেট্রো যাত্রীদের।
বাড়তি ট্রেন পাবেন সকাল ৯ থেকে ১১ এবং বিকেল ৫ থেকে রাত ৮ পর্যন্ত ব্যস্ত সময়ে নোয়াপাড়া-কবি সুভাষ রুটে মেট্রো রেল পাওয়া যাবে প্রতি ৬ মিনিট অন্তর।