নিজস্ব সংবাদদাতা: এবার সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করলেন সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাকে এক বিশেষ অনুরোধ করেছেন এক ডাক্তার। অবশ্যই সেই অনুরোধ জুনিয়র ডাক্তারদের জন্য।
সেই বার্তায় লেখা ছিল, "প্রিয় বিকাশদা, প্লীজ প্লীজ অনশনরত ডাক্তারদের বাঁচান। বাচ্চাগুলো এইভাবে মরে যাবে। দয়া করে কিছু করুন"।
জানা গেছে মহারাষ্ট্রের ডাক্তার বৎসলা ত্রিবেদী এবং ভারতে অঙ্গ প্রদানের অন্যতম কান্ডারী। এরপরে বিকাশ রঞ্জন লিখেছেন, "আমিও অনশন বন্ধ করতে অনুরোধ করছি ডাক্তারদের যাতে আরো শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলা যায়"।
এদিকে জুনিয়র চিকিৎসকদের নিয়ে মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে কঠোর ভাষায় সমালোচনা করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন এই বিজেপি নেতা ও সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। তিনি বলেন, রাজ্য সরকার দু-একজন জুনিয়র চিকিৎসকের মৃত্যু চাইছেন।