বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টি হবে

একেবারে দুর্বল হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম। একটা সময় যে ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছে, তা এখন দুর্বল হয়ে উত্তর-পূর্ব তেলাঙ্গানা এবনং সংলগ্ন দক্ষিণ ছত্তিশগড় ও দক্ষিণ ওড়িশা-উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপর সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। তবে সেটার প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টি হবে।

তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমবে

শনিবার থেকে পশ্চিমবঙ্গের তাপমাত্রা কমতে চলেছে। বুধবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিনে দিনের তাপমাত্রা বা রাতের তাপমাত্রার তেমন হেরফের হবে না। তবে পরবর্তী তিনদিনে রাজ্যের বিভিন্ন জেলার রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে।