বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টি হবে
একেবারে দুর্বল হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম। একটা সময় যে ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছে, তা এখন দুর্বল হয়ে উত্তর-পূর্ব তেলাঙ্গানা এবনং সংলগ্ন দক্ষিণ ছত্তিশগড় ও দক্ষিণ ওড়িশা-উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপর সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। তবে সেটার প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টি হবে।