১৫ বছর পর লালে লাল ব্রিগেড, লোকসভার আগে আজ DYFI-এর মেগা সমাবেশ

ফলপ্রসূ কী হবে আজকের এই ব্রিগেড সমাবেশ?

author-image
SWETA MITRA
New Update
dyfi .jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। এদিকে আজ ব্রিগেড গ্রাউন্ডে শক্তি প্রদর্শন করতে চলেছে DYFI। মূলত লোকসভা ভোটের আগে ব্রিগেডে আজ DYFI-এর মেগা সমাবেশ হবে। ব্রিগেডের মূল মঞ্চে লেখা, 'যৌবনের ডাকে জনগণের ব্রিগেড।' জেলা থেকে কলকাতা শহর মুখী বাম কর্মী সমর্থকেরা। শহরের ৭ জায়গা থেকে ব্রিগেডমুখী মিছিল সমাবেশ। আজ বামেদের ব্রিগেডে তরুণ মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিকে আজকের এই সমাবেশকে ঘিরে বাম ছাত্র, যুবদের উন্মাদনা তুঙ্গে।