নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। এদিকে আজ ব্রিগেড গ্রাউন্ডে শক্তি প্রদর্শন করতে চলেছে DYFI। মূলত লোকসভা ভোটের আগে ব্রিগেডে আজ DYFI-এর মেগা সমাবেশ হবে। ব্রিগেডের মূল মঞ্চে লেখা, 'যৌবনের ডাকে জনগণের ব্রিগেড।' জেলা থেকে কলকাতা শহর মুখী বাম কর্মী সমর্থকেরা। শহরের ৭ জায়গা থেকে ব্রিগেডমুখী মিছিল সমাবেশ। আজ বামেদের ব্রিগেডে তরুণ মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিকে আজকের এই সমাবেশকে ঘিরে বাম ছাত্র, যুবদের উন্মাদনা তুঙ্গে।