সভা-মিছিল! দুপুরে যানজট! রইলো ট্রাফিক আপডেট

দুপুরে তোলপাড় হতে পারে শহর। রয়েছে মিটিং মিছিল। কোন পথে যাবেন আর কোন পথ এড়াবেন জানতে জেনে নিন মঙ্গলবারের ট্রাফিক আপডেট। না হলে পড়তে পারেন যানজটে। দীর্ঘক্ষণ আটকে থাকতে হতে পারে গাড়িতেই।

author-image
Pallabi Sanyal
New Update
111

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : সকালের কলকাতায় বড় কোনো কর্মসূচি না থাকলেও দুপুরে একটি সভা ও মিছিল রয়েছে। সাধারণত এই ধরনের কর্মসূচিতে শহর তোলপাড়ের সম্ভাবনা থাকে। ব্যাপক যানজটের আশঙ্কাও থাকে। সকাল থেকেই যান চলাচল করছে ধীর গতিতে। সকাল সাড়ে ১১ টা নাগাদ কেপি রোড, লোভার্স লেনে একটি ছোটখাটো প্রোগ্রাম রয়েছে। এরপর দুপুর ১টায়  তারাতলা ক্রসিংয়ের কাছে একটি প্রতিবাদ সভা হতে চলেছে।  তবে ট্রাফিক প্রভাবিত হবে না বলেই খবর। তাও বাড়ি থেকে বেরনোর সময় হাতে সময় নিয়ে বেরোন যানজট এড়াতে। আকাশ মেঘলা। যদি বৃষ্টি হয় সেক্ষেত্রেও যানজটের সৃষ্টি হতে পারে। 
দুপুর ১ টার পর দুপুর আড়াইটে নাগাদ  এজেসি বোস রোড, ডোরিনা ক্রসিংয়ের কাছে একটি মিছিল রয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, এই মিছিলে ৩০০ থেকে ৪০০ লোক জমায়েত হতে পারে। ফলে এজেসি বোস রোড, ডোরিনা ক্রসিংয়ের কাছে ট্রাফিক কিছুটা নিয়ন্ত্রণ করা হতে পারে। ধর্মতলার দিকে যাওয়ার থাকলে হাতে সময় নিয়ে বেরোন কিংবা অন্য রুট অনুস্মরণ করুন।