নিজস্ব সংবাদদাতা: রাজ্যে ফেল করা ওষুধের মধ্যে রয়েছে সরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করা নমুনাও। CDSCO সূত্রে খবর, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি NRS মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টোরে থাকা একটি ইঞ্জেকশন। বিষয়টি নজরে আসার পরই ওই ওষুধ ব্যবহার বন্ধ করে দেওয়া হয়, জানিয়েছেন NRS-এর অধ্যক্ষ।
/anm-bengali/media/media_files/6i65pTEqUAOAxLdUtFaJ.jpeg)