নিজস্ব সংবাদদাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সোমবার তাঁর একটি টুইট নিয়ে বিতর্ক শুরু হয়েছে। টুইটে সেলিমের লেখা একটি বিশেষ শব্দ নিয়ে দলের অন্দরেও সমালোচনা শুরু হয়ে গেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিয়ে লেখায় তৃণমূলও ক্ষুব্ধ। তিনি লেখেন, 'সাংসদ এবং মাফিয়া ডন যিনি কয়লা দুর্নীতি থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত, তিনি নিউইয়র্ক সিটি থেকে শেয়ার করেছেন সেলফি। তাঁর দেশ ছেড়ে পালানোয় মদত ছিল বিজেপির বসদের। অভিযোগ উঠেছে যে নিজের পাহাড়-প্রমাণ সম্পত্তি গড়ে তুলতে তিনি ১৫ জন বিদেশি পতিতাদের অ্যাকাউন্টের সাহায্য নিয়েছেন'। এবার সমস্যা দানা বেঁধেছে এই ‘পতিতা’ শব্দটি নিয়েই। মহিলা কমরেডদের একাংশ সেলিমের শব্দচয়ন নিয়ে রেগে গিয়েছেন।