নিজস্ব সংবাদদাতা: এবার তোলাবাজির অভিযোগ উঠল কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাও আবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে। আর তাই অভিষেকের অফিস থেকেই হল শেক্সপিয়ার থানায় অভিযোগ দায়ের। শেক্সপিয়ার সরণী থানায় এই মর্মে এফআইআর-ও দায়ের হয়েছে তাঁর নামে। সেটি করেছেন অভিষেকেরই ক্যামাক স্ট্রিট অফিসের এক অফিসার অয়ন ঘোষ দস্তিদার।
File Picture
সুত্রের খবর, সরকারি অফিসার থেকে ব্যবসায়ী অনেকের কাছ থেকেই মোটা টাকা আদায় করা হয়েছে বলে জানা গিয়েছে। নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘কাছের লোক’ বলে পরিচয় দিয়ে এই কাণ্ড করতেন কালীচরণ।