আজই বর্ষার আগমন! বাংলায় কবে ঢুকছে? এবারে নাকি ৫ দিন আগেই
আসলে ভারতের পরিস্থিতি কেমন! পরিস্থিতি বুঝতে সোজা বিমান ঘাঁটিতে হাজির প্রধানমন্ত্রী
তুরস্কে ইউক্রেন-রাশিয়া আলোচনায় যোগ দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প
জঙ্গি হামলার আগে পহেলগাঁওয়ের ছবি কেন? জঙ্গি হামলার মার্কিন সংস্থার যোগ নিয়ে বাড়ছে উদ্বেগ
জঙ্গিদের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেও এই প্রশ্নগুলো এড়িয়ে যেতে পারেন না প্রধানমন্ত্রী! প্রশ্নগুলো কী কী
CBSC: দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা- জানুন
BREAKING: ৯ তৃণমূল নেতা পেলেন জামিন! রয়েছেন ডেরেক-সাগরিকা-সাকেত
ভারত-পাক সংঘাত! এবার বড় পদক্ষেপ নিলেন রাজনাথ সিং
পাকিস্তানের আর পারমাণবিক ব্ল্যাকমেইল কাজ করবে না! মোদীর সুরে সুর মেলালেন এই নেতা

মায়ানমার থেকে পালিয়ে ভারতে এল রোহিঙ্গা, পিছনে কি রয়েছে সন্দেহের গন্ধ?

স্পষ্টতই জানান, তাঁরা মায়ানমার থেকে ভারতে প্রবেশ করেছেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: ফের রোহিঙ্গা সন্দেহে আটক মায়ানমারের তিন বাসিন্দা। শিয়ালদহ স্টেশন থেকে এই তিনজনকে আটক করল শিয়ালদাহ জিআরপি। অভিযুক্তদের কাছ থেকে কোনও পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়া যায়নি বলেই অভিযোগ। তিনজনের মধ্যে দুজন যুবতী ও একজন পুরুষ। যুবতীদের মধ্যে একজন নাবালিকা বলেও মনে করা হচ্ছে।

যা জানা যাচ্ছে, মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে বেআইনিভাবে ভারতে ঢোকে তারা। সূত্রের খবর, শুক্রবার মধ্যরাতে শিয়ালদহ স্টেশনে এক ব্যক্তি-সহ দুই মহিলার গতিবিধি দেখে সন্দেহ হয় টিকিট চেকারের। তিনিই খবর দেন শিয়ালদাহ স্টেশনের জিআরপিকে। 

cdrbn

পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই ধৃত ব্যক্তির নাম জানা যায় আব্দুল রহমান। তাঁর সঙ্গে যে মহিলারা আছেন তাঁরা তাঁর পরিবারেরই সদস্য বলে জানান। স্পষ্টতই জানান, তাঁরা মায়ানমার থেকে ভারতে প্রবেশ করেছেন। পাসপোর্ট না থাকার কারণে ২০ হাজার টাকা দিয়েই ঢুকেছেন ভারতে। কিন্তু, আদপেও কি সত্যি বলছেন ওই ব্যক্তি? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য। জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

এদিকে, আব্দুল রহমানের সাথে যে দুই মহিলা রয়েছেন, তাঁদের পরিচয় অবশ্য প্রকাশ্যে আনা হয়নি। তবে তাঁদের এই দলে আর কেউ আছে কিনা তা বোঝার চেষ্টা করছে পুলিশ। কোনও চক্রের সঙ্গে জড়িত কিনা রোহিঙ্গারা, নাকি নিজেদের প্রাণ বাঁচাতে তারা ভারতে পালিয়ে এসেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। 

vcfghh