প্রয়াত! মতুয়া সম্প্রদায়ের মধ্যে হইচই

স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে উঠে আসা নন্দদুলাল মোহন্ত নিজের জীবন উৎসর্গ করেছিলেন দলিত জাগরণ ও হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের অবদানকে ব্যাখ্যা করার কাজে।

author-image
Anusmita Bhattacharya
New Update
Nanda-Dulal-Mohanto

নিজস্ব সংবাদদাতা: প্রয়াত হলেন ডঃ নন্দদুলাল মোহন্ত। শুক্রবার রাত ৯টা ৪০ মিনিট নাগাদ নিঃশব্দে চলে যান মতুয়া সম্প্রদায়ের প্রথম পিএইচডি গবেষক। মৃত্যুকালে তাঁর বয়স হয় ৮৪ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভর্তি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। কাল রাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নন্দদুলালবাবু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতিও ছিলেন এককালে।

 tamacha4.jpeg