নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সকালে গড়িয়াহাট ফ্লাইওভারের ধারে যানবাহনের লম্বা লাইন। এর ফলে দেখা গেল ব্যাপক যানজট।
সকাল ৮.৪০ মিনিট নাগাদ যানজট শুরু হয় এবং স্থানীয় বাসিন্দা এবং যানবাহন চালকরা জানান যে যানবাহনগুলির ওই একই জায়গা অতিক্রম করতে প্রায় আধ ঘন্টা সময় লেগে যায়। স্থানীয় ট্রাফিক গার্ডের আধিকারিকরা এএনএম নিউজকে জানান যে এই এলাকার একটি স্কুলের আশেপাশে গাড়ি চলাচল এবং ভুলভাল পার্কিংয়ের কারণে যানজটের সৃষ্টি হয়েছে।
"ছুটির পর স্কুল আবার খুলেছে এবং আমরা এমন বিশৃঙ্খলা হবে সেটা আন্দাজ করতে পারিনি। আমাদের আধিকারিকরা স্কুলের কাছাকাছি ছিলেন কিন্তু সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন ছিল", জানালেন দক্ষিণ-পূর্ব ট্রাফিক গার্ডের একজন সিনিয়র ট্রাফিক পুলিশ আধিকারিক। এলাকাবাসীর অভিযোগ, ফ্লাইওভারের উত্তরদিকে গোটা রাস্তা জুড়ে গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে ছিল।