ঘূর্ণিঝড় 'ডানা' আসছে! কোন কোন জেলা ভেসে যাবে বৃষ্টিতে?

সেই তালিকা দেখুন।

author-image
Anusmita Bhattacharya
New Update
e429ots8_kerala-rains_625x300_30_May_24.webp

নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় ডানার তাণ্ডবের জন্য চিন্তায় আছে বাংলা। আজ অর্থাত্‍ মঙ্গলবার এখনও পর্যন্ত সর্বশেষ বুলেটিন থেকে জানা গেল যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এই মুহূর্তে ওই গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৭৭০ কিমি দূরে রয়েছে। এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে ২৩ অক্টোবর অর্থাত্‍ বুধবার। আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিল যে পশ্চিমবঙ্গে কিছু জেলায় অতিভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে প্রবলভাবে। 

ঘূর্ণিঝড় ডানা-র প্রভাবে কোন জেলায় কেমন বৃষ্টি হবে? বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নেওয়া যাক। 

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, ২৩ তারিখ থেকে উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।  এক-দু জায়গায় ভারী বৃষ্টিপাত হলেও হতে পারে আর সেগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা। ২৪ ও ২৫ তারিখে সবচেয়ে বেশি খারাপ আবহাওয়া হয়ে যেতে পারে উপকূলের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ২৪ ও ২৫ তারিখ। এছাড়া ভারী থেকে অতিভারী ও অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে জেলাগুলিতে সেগুলি হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া ও বাঁকুড়া। বাকি জেলাগুলিতে এক-দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।