উঠছে-নামছে বাজার দর! বেছে নিন বাজেট সবজি

বাজারে আগুন। মধ্যবিত্তের পকেটে টান। কি খাবেন আর কি খাবেন না। জেনে নিন বাজারদর। বেছে নিন বাজেট সবজি।

author-image
Pallabi Sanyal
New Update
১২৩

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : সবজি থেকে মাছ-মাংস, চড়া বাজার দর। বর্ষার সময়ে পর্যাপ্ত বৃষ্টি না হলেও ফলন নষ্টের আশঙ্কা। সেক্ষেত্রে জোগান কম থাকলে দাম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েই যায়। বিগত ২-৩ মাস ধরে সবজি বাজার অগ্নিমূল্য। তবে আলুর দাম তুলনায় কম। আলু এমন একটি সবজি, রোজের মেনুতে থাকবেই থাকবে। গরীবের সেদ্ধ ভাত হোক কিংবা মাছ মাংসের ঝোলে,তরকারিতে আলু চাই-ই। প্রতি কেজিতে জ্যোতি আলুর দাম ১৬-১৮ টাকা। চন্দ্রমুখী আলুর দাম তুলনায় বেশি। কেজি প্রতি ২০-২২ টাকা। দাম বেশির দিকে বেগুন,টমেটো, পেঁপের। একেই বর্ষাকাল। সন্ধেয় মুড়ির সঙ্গে মন বেগুনী খুঁজলেও বাধ সাধছে পকেট। কারণ অনেক তেলেভাজা বিক্রেতারাই দাম বাড়িয়েছেন বাজার দরের সঙ্গে তাল মিলিয়ে। রোজের সবজির তালিকায় থাকা পটল বিক্রি হচ্ছে  কেজি প্রতি ৫০ টাকায়। ঢ্যাঁড়শের দাম প্রতি কেজিতে ৮০ টাকা ছিল গত মাসেই। সেই দাম কমে হয়েছে ৪০ টাকা। ঢ্যাঁড়শ সস্তা হলেও দাম বেড়েছে বেগুনের। ৪০ টাকা থেকে বেগুনের দাম হয়েছে কেজি প্রতি ৫০ টাকা। এদিকে দাম বেড়েছে টমেটোরও। কেজি প্রতি দর ৪০-৫০ টাকা। কাঁচালঙ্কা ১০০ গ্রামের দাম ১০-১২ টাকা। পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫-৩০ টাকায়। ১০ টাকায় পাতিলেবু মিলছে ৪-৫টি।