দায়িত্ব নিয়েছেন ৪৮ ঘণ্টা মাত্র! বড় বৈঠকের ডাক দিলেন কলকাতার নগরপাল মনোজ ভর্মা

বিনীত গোয়েলের পর সিপি হন মনোজ বর্মা। দায়িত্ব নিয়ে বড় ধরনের বৈঠকের ডাক দিলেন মনোজ বর্মা।

author-image
Tamalika Chakraborty
New Update
manoj verma 111

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার বিকেলে কলকাতার নতুন সিপি হিসেবে নবান্নের তরফে মনোজ ভর্মার নাম ঘোষণা করা হয়। কলকাতার পুলিশ কমিশনার হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই  বড় বৈঠকের ডাক দিলেন মনোজ ভর্মা। পুজো সম্পর্কিত এই বৈঠক বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ২৫ শে সেপ্টেম্বর, সন্ধ্যা ছটায় লালবাজারের পদস্থকর্তারা, একইসঙ্গে সমস্ত ডিভিশনের ডিসি এবং সমস্ত থানার ওসিদের নিয়ে এই বৈঠক হবে। পাশাপাশি এই বৈঠকে উপস্থিত থাকবেন  পুরসভা, দমকল, বিদ্যুৎ বণ্টন বিভাগের আধিকারিকরা। 

পুজোর সময় নির্যাতিতার বিচারের দাবিতে মণ্ডপে আন্দোলনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।  সেই বিষয়ে নজর রেখে আইন শৃঙ্খলা যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, তার দিকে পুলিশের তরফে নজর রাখা হবে বলে জানা গিয়েছে। ন্দোলনের আবহে যে উৎসবের আবহে অনেকটাই ভাটা পড়েছে তা মানছেন সকলেই। স্বীকার করেছেন কুমারটুলির শিল্পী থেকে পুজো উদ্যোক্তারা। এরই মধ্যে নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার বার্তা দিয়েছিলেন। যা নিয়ে সারা রাজ্য জুড়ে বিতর্ক হয়। সাধারণের মানুষের একাংশ এই মন্তব্যের তুমুল বিরোধিতা করেন।  অনেক পুজো কমিটি তাদের অনুদান ফিরিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। 

 tamacha4.jpeg