নিজস্ব সংবাদদাতা: পুজো প্রস্তুতিতে ব্যস্ত মানিকতলার চালতাবাগান দুর্গোৎসব কমিটি। এবছর তাঁদের পুজো ৮১ তম বর্ষে পদার্পণ করল। এবছর তাঁদের খুঁটিপুজো হতে চলেছে জন্মাষ্টমীর দিন, আর তারপরই জোরকদমে শুরু হয়ে যাবে প্রস্তুতি পর্ব।
এবছর তাঁদের পুজোর থিম ‘অজানাকে জানা’। অর্থাৎ যা আর জানে না মানুষ বা বলা ভালো সময়ের সাথে সাথে যা হারিয়ে গেছে, যা অজানা হয়ে গেছে, সেই সকল বিষয়ই মণ্ডপে ফুটিয়ে তুলবেন পুজো উদ্যোক্তরা।
তাঁদের এবছরের প্রতিমা শিল্পী বাদল চন্দ্র পাল এবং মণ্ডপ সজ্জায় থাকছেন সুতানু মাইতি। সমগ্র মণ্ডপসজ্জা, আলোকসজ্জায় এবারের বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা। পুজোর শুভ উদ্বোধন হবে তৃতীয়াতে।