নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি মামলায় কার্যত মাঝরাতে ইডি দফতরে গ্রেফতার করা হয় বিধায়ক মানিক ভট্টাচার্যকে। তাঁর স্ত্রী ও পুত্রকেও এই মামলায় গ্রেফতার হতে হয়। কিন্তু সেই থেকে এখনও পর্যন্ত বেশ কিছু ব্যক্তিগত জিনিস নাকি ফেরত দেওয়া হয়নি মানিক ভট্টাচার্যকে। আংটি, পৈতে, মাদুলি- এসব নাকি চেয়েও পাচ্ছেন না তিনি। মঙ্গলবার নিয়োগ মামলার শুনানিতে বিচারকের কাছে এই অভিযোগ জানালেন তিনি।
মানিক ভট্টাচার্য বলেন, 'স্যার আমার কিছু বলার আছে। গত বছরের ১০ অক্টোবর গভীর রাতে ইডি অফিসাররা আমার কিছু ব্যক্তিগত জিনিস নিয়ে নেন'। বিচারকের প্রশ্নের উত্তরে মানিক জানান ইডি অফিস থেকে নেওয়া হয়েছে সেগুলি। বিচারক প্রশ্ন করেন, 'আপনি ওখানে ছিলেন?' উত্তরে মানিক বলেন, 'হ্যাঁ সেদিন গ্রেফতার হয়েছিলাম। ইডি অফিসাররা ছিলেন। রাত ১২ টা নাগাদ কিছু জিনিস নিয়ে নেন। একাধিকবার বলেছি। বারবার বলছে দিয়ে দেবে'। এবার মানিক আবেদন করলে নির্দিষ্ট নির্দেশ দেবেন বিচারক।