মানিক-বালু কি বিধায়ক হিসেবে বেতন পাবেন?

সেই সময়কালের জন্য তিনি কি আদৌ তাঁর বেতন দাবি করতে পারেন? 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: অদ্ভুত এক বিড়ম্বনায় পড়েছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এমনিতে তিনি তাঁর কাজে যথেষ্টই অভিজ্ঞ কারণ স্পিকার হিসেবে এটা তাঁর দ্বিতীয় অধ্যায়। কিন্তু যথেষ্ট অভিজ্ঞতার পরেও একটা বিষয়ের এখনও কোনও ফয়সালা করে উঠতে পারছেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিষয়টা হল একজন বিধায়ক যদি কোনও কারণে জেলে থাকেন তাহলে তাঁর জেলে থাকার সময়কালের বেতন এর কি হবে! তিনি কি ওই সময়কালের জন্য বেতন পাবেন নাকি পাবেন না! 

বিধানসভা সূত্রে খবর বিধায়ক মানিক ভট্টাচার্য তাঁর জেলে থাকার সময়কালের বকেয়া বেতন এর দাবি জানিয়েছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। এর আগে নাকি এই একই দাবি জানিয়েছিলেন জেল ফেরত আরেক বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকও।

manik1

কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, একজন বিধায়ক যদি কোনও কারণে জেল গমন করেন, তাহলে সেই সময়কালের জন্য তিনি কি আদৌ তাঁর বেতন দাবি করতে পারেন? 

ইতিমধ্যেই এই সংক্রান্ত প্রশ্নের এক প্রস্থ উত্তর দিয়ে দিয়েছেন এজি বা অ্যাডভোকেট জেনারেল। তাঁর স্পষ্ট উত্তর হচ্ছে 'না'। কোনও বিধায়ক যদি কোনও কারণে জেলে থাকেন তাহলে তিনি ওই সময় এর জন্য কোনওভাবেই বেতন পাওয়ার অধিকারী হতে পারেন না। কিন্তু এজি-র এই বয়ানের পরেও বেতন সংক্রান্ত ওই আবেদন এখন জমা পড়েছে তাই ভাবাচ্ছে স্পিকারকে। 

jyotipriyo-mullick