নিজস্ব সংবাদদাতা: বুধবার বলাগড়ের বিধায়ক তৃণমূলের একাংশের বিরুদ্ধে সুর তোলেন। তিনি দুর্নীতির অভিযোগ করেন। এরপরেই তাঁর কার্যালয়ে হামলা চালনা হয়। কার্যালয় ভাঙচুর করা হয়। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলেন, "বলাগড়কে দুর্নীতি মুক্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছিলেন। দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেই আমার অফিস ভাঙচুর করা হয়েছে। রুনা খাতুন ও তাঁর স্বামী সমস্ত রকম দুর্নীতির সঙ্গে যুক্ত।"
বলাগড়কে দুর্নীতিমুক্ত করতেই আমাকে পাঠানো হয়েছে, বিস্ফোরক মনোরঞ্জন ব্যাপারী
বলাগড়ের বিধায়ক বলেন, "দুর্নীতি বিরুদ্ধে লড়াই করার জন্যই আমাকে পাঠানো হয়েছে।" পাশাপাশি তিনি বলেন, রুনা খাতুন ও তাঁর স্বামী সমস্ত ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: বুধবার বলাগড়ের বিধায়ক তৃণমূলের একাংশের বিরুদ্ধে সুর তোলেন। তিনি দুর্নীতির অভিযোগ করেন। এরপরেই তাঁর কার্যালয়ে হামলা চালনা হয়। কার্যালয় ভাঙচুর করা হয়। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলেন, "বলাগড়কে দুর্নীতি মুক্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছিলেন। দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেই আমার অফিস ভাঙচুর করা হয়েছে। রুনা খাতুন ও তাঁর স্বামী সমস্ত রকম দুর্নীতির সঙ্গে যুক্ত।"