কাটমানি অভিযোগের পর মমতার সাফ কথা: 'রাজনৈতিক নেতা নয়, পুলিশ-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

কলকাতায় কাটমানি অভিযোগের মধ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ও সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন।

author-image
Debapriya Sarkar
New Update
mamata arrest

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কাটমানি ও তোলাবাজির অভিযোগ শোনা গেলেও, এবারে তা নিয়ে কিছু না বললেও নিচুতলার পুলিশ ও সরকারি কর্মচারীদের একাংশের বিরুদ্ধে তোপ দেগে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "পলিটিক্যাল নেতাদের বিরুদ্ধে সবাই বদনাম করে বেশি। পাঁচ টাকা খেলে, ৫০০ টাকা বলে দেয় চোর।"

Mamata

মমতা আরও বলেন, "রাজনৈতিক নেতারা টাকা খাওয়ার আগে ১০ বার ভাবেন। জনগণের টাকা খাওয়া কি উচিত? তাদের নিজস্ব একটা দায়বদ্ধতা থাকে।" তিনি বলেন, "যদি চুরি হয়, তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু চুরি করবে CISF, পুলিশ বা সরকারের একাংশের কর্মচারীরা, আমি সেটা বরদাস্ত করব না।"

Mamata

তিনি এই মন্তব্য করে স্পষ্ট করে দিয়েছেন যে, যদি কোনো রাজনৈতিক দলের সদস্যও দুর্নীতি করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মমতার এই মন্তব্যে রাজ্যের প্রশাসনিক এবং রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।