নিজস্ব সংবাদদাতা: দুর্নীতির ইস্যু হারিয়ে যায়নি এখনও। আজ-কাল-পরশু আগামী দিন দুর্নীতিই বাংলার সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়াবে, বিধানসভার সামনে দাঁড়িয়ে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারীর। সারদা কেলেঙ্কারির তদন্ত গতি পাবে বলেও ইঙ্গিত দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। দাবি করেন যে তিনি নথি জমা দিতে চলেছেন সিবিআইয়ের ডিরেক্টরের কাছে।
শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর থেকেই ইডি-সিবিআই তদন্তের হাত থেকে বাঁচতেই শুভেন্দু বিজেপিতে গিয়েছেন বলে তাঁকে কটাক্ষ করে চলেছে তৃণমূল কংগ্রেস। এবার পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি। বলেন, 'পঞ্চায়েত নির্বাচনে গণনায় লুঠ ইস্যু হয়েছে। কিন্তু দুর্নীতির ইস্যু ফুরিয়ে যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যে সারদা কেলেঙ্কারিতে যুক্ত, সেই তথ্য প্রমাণ-সহ নথি, সিডি আমি নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআইয়ের ডিরেক্টরের হাতে তুলে দেব'।