বড় পদক্ষেপ মমতার, রাজ্যবাসীকে পুজোর আগেই উপহার দিলেন

বিরাট পদক্ষেপ।

author-image
Adrita
New Update
ew

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আর জি করের ঘটনায় গোটা দেশ উত্তাল হয়েছে। মহিলাদের সুরক্ষার জন্য সারা রাজ্যের সাধারণ মানুষ আজ পথে নেমেছে।

এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগেই উপহার দিতে চলেছেন রাজ্যবাসীকে। নবান্ন সূত্রে জানা গিয়েছে যে, রাতে কর্মক্ষেত্রে দায়িত্বে থাকা ও কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরা মহিলা কর্মজীবীদের চালু করা হচ্ছে 'রাত্তিরের সাথী' প্রকল্প। এই প্রকল্পের আওতায় থাকবে এগুলো। 

সেগুলি হলঃ রাজ্যের বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ, বিভিন্ন হস্টেল-সহ বিভিন্ন জায়গায় মহিলা কর্মজীবীদের জন্য আলাদা শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা করা হচ্ছে।

মহিলা কর্মজীবীদের নিরাপত্তার জন্য রাতে কর্মস্থলে রাখা হবে 'রাত্তিরের সাথী' নামে বিশেষ মহিলা স্বেচ্ছাসেবক।

মহিলা কর্মজীবীদের যৌন নির্যাসতন রুখতে প্রতিটি হাসপাতাল, মেডিকেল কলেজ-সহ বিভিন্ন অফিসে বিশাখা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। 

বিরাট পদক্ষেপ মমতার, রাতে মহিলা কর্মজীবীদের সুরক্ষায় চালু হচ্ছে 'রাত্তিরের সাথী'

Adddd