‘মমতা সেতু’র উদ্যোক্তা, স্মৃতি চারণা করলেন কুণাল

আজ পূর্ণ হল সেই সেতুর ৫ বছর। তাই সেতুটির স্মৃতি চারণা করলেন কুণাল ঘোষ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Gb1XeeaXYAUGJjp

File Picture

নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের মুখপাত্র তথা বরিষ্ঠ সাংবাদিক কুণাল ঘোষ। প্রায় প্রতিদিনই তাঁর মন্তব্যে ঝড় ওঠে রাজনৈতিক আঙিনায়। তবে দলের একনিষ্ঠ অনুগত কর্মী বললে ভুল হবে না তাঁকে। আর সেই ব্যক্তিই এবার দলনেত্রীর নামে সেতুও তৈরি করে ফেললেন।

এবার বললে অবশ্য ভুল হবে। কয়েক বছর আগেই তৈরি হয়েছে সেই ‘মমতা সেতু’। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তৈরি হয়েছে এই সেতু। আর আজ পূর্ণ হল সেই সেতুর ৫ বছর। তাই সেতুটির স্মৃতি চারণা করলেন কুণাল ঘোষ।

Gb1XeeaXgAIeYI9

নিজের এক্স হ্যান্ডেলে সেতুটির বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন কুণাল ঘোষ। যেখানে তিনি উল্লেখ করে বলেছেন, “'মমতা সেতু'র আজ পাঁচ বছর। আপনি আমাকে পছন্দ করতে পারেন, কিংবা ঘোরতর অপছন্দ করতে পারেন, কিন্তু আর একটা উদাহরণ দেখান যে কোনও সাংসদ তাঁর সাংসদ তহবিল থেকে আস্ত একটা সেতু তৈরি করে দিয়েছে”।

“কোচবিহারের মাতালহাট। নদী বুড়া ধরলা। এক সকালে তখন অপরিচিত কৃষ্ণকান্ত বর্মন এসে বলেছিল ওই নদীর জন্য কয়েকটা গ্রাম সমস্যায়। বাঁশের সাঁকোতে হয় না। বড় নদী। জলের তোড়ে ভেসে যায়। বিচ্ছিন্ন হয়ে যায় গ্রামগুলো। বর্ষায় ছোটদের স্কুলও প্রায় লাটে।

খবর নিয়ে দেখলাম একদম ঠিক। সেতুর টাকা বরাদ্দ করে দিলাম। স্থানীয় প্রশাসন কাজ করল। তারপর ঠিক পাঁচ বছর আগে তার উদ্বোধন। গোটা এলাকায় আবেগ। নাম দিয়েছি 'মমতা সেতু।' বাংলায় মমতাদির নামে প্রথম কোনো সেতু বা প্রকল্প। পরেও একবার জেলায় ভোটপ্রচারে যাওয়ার সময় সেতু ঘুরে এসেছি। ছবি দিলাম। যা আগে ছিল, যা নতুন হয়েছিল”। 

এদিন এই ভাবেই কার্যত ৬ কেন্দ্রের উপনির্বাচনের আগে দিয়ে ‘মমতা সেতু’র স্মৃতি চারণ করলেন কুণাল ঘোষ।

Gb1XefDX0Acdm9e