নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি লন্ডনে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় বিক্ষোভ দেখায় বিজেপি ও সিপিএমের সমর্থকরা। সেই ঘটনার রেশ এখন এসে পড়েছে কলকাতার মাটিতেও। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা হতে চলেছে। সেই ঘটনাকে কেন্দ্র করেই আজকের মুখ্যমন্ত্রীর সভা নিয়ে চিন্তিত তৃণমূল কংগ্রেস।
ফাইল চিত্র
তৃণমূলের আশঙ্কা, আবার বিরোধীরা কোনও রকম বিশৃঙ্খলা ঘটাতে পারে বা সভা বিঘ্ন করার চেষ্টা করতে পারে। তারা বলছে, লন্ডনের ঘটনা পরিকল্পনা করে করা হয়েছিল, আর এখানেও সেই রকম কিছু হতে পারে। তবে সিপিএম আর বিজেপি দু’দলই এই অভিযোগ মানতে নারাজ। তাদের বক্তব্য, মানুষ ক্ষোভে প্রতিবাদ করতেই পারে, সেটা গণতান্ত্রিক অধিকার। তারা তৃণমূলের এই আশঙ্কাকে রাজনৈতিক চাল বলেই দেখছে। সব মিলিয়ে আজকের সভাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ রয়েছে, এবং সবাই নজর রাখছে—কোনও গন্ডগোল হয় কি না, কিংবা কীভাবে পরিস্থিতি সামাল দেয় প্রশাসন।