নিজস্ব সংবাদদাতা : প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার বহু প্রতীক্ষিত কেষ্টপুর সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সভাঘর থেকে রিমোটের মাধ্যমে হল ব্রিজের উদ্বোধন। উপস্থিত ছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই সেতু হল নিউটাউন ও সল্টলেক সেক্টর ৫-এর মধ্যে যোগাযোগকারী মাধ্যম।
প্রসঙ্গত, নিউটাউন ও সল্টলেক সেক্টর ৫-দুটি এলাকাই আইটি সেক্টর নামে খ্যাত। প্রচুর মানুষের জীবিকার ঠিকানা। শহরের দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে যাতায়াত করে প্রচুর সংখ্যক গাড়ি। এই সেতুর ফলে যানযট যেমন কমবে, কম সময়ে যাতায়াতও করা যাবে।