নিজস্ব সংবাদদাতা: রাজ্যে (West Bengal) কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer) জন্য আবারও বড় সিদ্ধান্ত নিয়ে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। জানা গেছে, এখন থেকে কর্তব্যরত অবস্থায় কোনও সিভিক ভলান্টিয়ার (Civic Police) বা ভিলেজ পুলিশের (Village Police) মৃত্যু হলে তাঁর নিকটাত্মীয়কে ওই চাকরি দেবে রাজ্য সরকার (State Govt)। এমনকী ওই সিভিক শারীরিকভাবে অক্ষম হয়ে পড়লেও এই সুবিধা মিলবে। সম্প্রতি স্বরাষ্ট্র দফতরের নিয়োগ সংক্রান্ত এই প্রস্তাবে ছাড়পত্র দিলো অর্থ দফতর। সিভিক বা ভিলেজ পুলিশদের মৃত্যু হলে বা দুর্ঘটনায় (Accident) অক্ষম হলে চিকিৎসার খরচটুকুও পাওয়া যেত না। কলকাতা পুলিশে (Kolkata Police) কর্মরত সিভিকরাও এই সুবিধার যোগ্য।