তীব্র গরমে কষ্ট! দারুণ উদ্যোগ নিলো মমতার সরকার

তীব্র গরমে কষ্ট পাচ্ছে পশ্চিমবঙ্গবাসী। জ্বালা বুঝলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই গরমে বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়ার কাজ নির্দিষ্ট সময় শেষ করতে হবে

author-image
Anusmita Bhattacharya
New Update
mamatawater

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: তীব্র গরমে (Extreme Heat) কষ্ট পাচ্ছে পশ্চিমবঙ্গবাসী (West Bengal)। জ্বালা বুঝলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। এই গরমে বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়ার কাজ নির্দিষ্ট সময় শেষ করতে হবে, এমন উদ্যোগ নিলো  রাজ্য সরকার (State Govt)। এইসব এলাকায় পানীয় জলের সমস্যার (Drinking Water Crisis) পাকাপাকি সমাধানে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ৫৯ লক্ষ ৬২ হাজার ৯৪৮টি গ্রামীণ বাড়িতে পানীয় জলের সংযোগ স্থাপন করে দেওয়া হয়েছে। এটা মোট লক্ষ্যমাত্রার ৩২.৪৭%।