প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর! দারুণ স্টেপ নিল মমতা সরকার

B.Ed ডিগ্রিধারী শিক্ষকদের পাশে এবার বাংলার রাজ্য সরকার। D.El.Ed বা D.Ed ডিগ্রি না থাকলেও চাকরি হারাবেন না প্রাথমিকের শিক্ষকরা। রইল সেই আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata vic.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: এবার দারুণ খবর প্রাথমিক শিক্ষকদের জন্য। আর যাবে না চাকরি। এবার একটা বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। B.Ed ডিগ্রিধারী শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে বাংলার রাজ্য সরকার। রাজ্যের স্কুল শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে যে ২০২৩-২৫ শিক্ষাবর্ষেই এই প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকদের D.El.Ed প্রশিক্ষণ দেওয়া হবে। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও তাদের আর চাকরি নিয়ে কোনও ভয় থাকবে না।

সম্প্রতি, নিয়োগ সংক্রান্ত এক মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতে হলে শিক্ষক-শিক্ষিকাদের D.El.Ed বা D.Ed ডিগ্রি অবশ্যই থাকতে হবে। অর্থাত্‍ কারুর যদি শুধু বিএড ডিগ্রি থাকে সেক্ষেত্রে সেই সমস্ত প্রশিক্ষণপ্রাপ্তরা প্রশিক্ষণ থাকা সত্ত্বেও প্রাথমিকে আবেদন করতে পারবে না। সুপ্রিম নির্দেশের পরই দিশেহারা হয়ে পড়েছিলেন রাজ্যের কয়েক হাজার প্রাথমিক শিক্ষক। ২০২০ সালে চাকরি পাওয়া অধিকাংশ শিক্ষকই প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন B.Ed ডিগ্রি থাকায়। কারণ সেই সময়ের নিয়ম অনুসারে B.Ed থাকলেই প্রাথমিকে চাকরির জন্য আবেদন করা যেত। তবে NCTE-র নিয়মে বলা ছিল যে চাকরি পেয়েই এই শিক্ষকদের ছয় মাসের মধ্যে একটি ব্রিজ কোর্স করে নিতে হবে। তবে সেটা নাকি করানো হয়নি।

এই অবস্থায়, D.El.Ed প্রশিক্ষণহীনদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই নিয়ে পদক্ষেপ করেছে রাজ্য। প্রতিটি জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে চিঠি পাঠিয়ে D.El.Ed বা D.Ed প্রশিক্ষণহীনদের নামের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই তালিকা দেখে তাদের প্রশিক্ষণ দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।