DA আন্দোলনের মাঝেই বড় খবর! বড় সিদ্ধান্ত নিল মমতার সরকার

রাজ্যে মহার্ঘ্য ভাতা নিয়ে ইতিমধ্যে সুর চড়িয়েছে রাজ্য সরকারি কর্মীরা। আজ রাজপথে বিক্ষোভে নেমেছে তারা। তার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য দুটি বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
mamatamoney

নিজস্ব সংবাদদাতা: বকেয়া মহার্ঘ্য ভাতা (DA) নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের (West Bengal State Government Employees) একাংশ যখন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময়ে দুটি বড় সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্য সরকার (State Govt)। রাজ্যের অর্থদফতর (Finance Department) অবসরপ্রাপ্ত রাজ্য সরকারের কর্মীদের পারিবারিক পেনশন (Family Pension) দ্রুত অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিল। এই ধরনের ফাইল ফেলে রাখা বা আটকে রাখা যাবে না বলে নির্দেশ সরকারের। রাজ্যের সরকারি কর্মীদের জন্য বেশ স্বস্তিদায়ক এই পদক্ষেপ। এর পাশাপাশি আবার আরো এক নির্দেশ দেওয়া হয়েছে যেটা বেশ অস্বস্তিদায়ক।রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকরা বছরে ৫ লক্ষ টাকার বেশি General Provident Fund-এ জমাতে পারবেন না বলে নির্দেশিকা জারি করা হল সরকারের তরফে।