নিজস্ব সংবাদদাতা: রাজ্য সরকারের তরফ থেকে গত কয়েক বছরে নতুন নতুন প্রচুর প্রকল্প চালু করা হয়েছে। কোনও প্রকল্পে রাজ্যের বাসিন্দাদের নগদ টাকা দেওয়া হয়, আবার কোনও প্রকল্পে বাসিন্দাদের স্বাস্থ্যের দেখভাল করা হয়, আবার কোনও কোনও প্রকল্প রাজ্যের বাসিন্দাদের জীবন জীবিকা নির্বাহের জন্য তৈরী হয়েছে। তবে এই সমস্ত প্রকল্পের মধ্যে এবার মেয়েদের জন্য তৈরী হওয়া একটি বিশেষ প্রকল্পে নজির গড়ল মমতা সরকার।
রূপশ্রী প্রকল্পের মধ্য দিয়ে আর্থিকভাবে পিছিয়ে থাকার রাজ্যের বাসিন্দাদের মেয়েদের বিয়ের খরচের জন্য কিছুটা টাকা দেওয়া হয়। মেয়েদের বিয়ের আগে বিয়ের কার্ড দেখিয়ে আবেদন করলে তার পরিপ্রেক্ষিতে এককালীন ২৫০০০ টাকা আর্থিক সাহায্য পাওয়া যায়।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পই এবার নজির গড়ল। আবেদনের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আবেদনকারী পেলেন ২৫ হাজার টাকার চেক। ঘটনাটি ঘটেছে গত সোমবার বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের উলা এলাকায়। সোমবার ওই এলাকার সামিরা খাতুন নিজের বিয়ের জন্য নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেন। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই তারা তাড়াতাড়ি সব কাগজপত্র স্ক্রুটিনি করে দেখে নেন।