নিজস্ব সংবাদদাতা: রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানকে রাজ্য সরকার চালের বরাত দেওয়া বন্ধ করে দিতেই আদালতের দ্বারস্থ হল তার ভাই। যার বিরুদ্ধে ফৌজদারি মামলা ও ইডি যাকে গ্রেফতার করেছে, তার সংস্থাকে বরাত দেওয়া অসম্ভব। এমনই প্রশ্ন তুলল রাজ্য সরকার।
/anm-bengali/media/media_files/dBdEESdzmu85E2xqztA5.png)
নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ উত্তর ২৪ পরগনার ব্যবসায়ী বাকিবুর রহমান গ্রেফতার হয়েছে। তারপরেই তার সংস্থাকে চালের বরাত দেওয়া বন্ধ করল রাজ্য। তখন হাই কোর্টে যায় বাকিবুরের ভাই সইদুল রহমান ও এনপিজি রাইস মিল। আগামী সপ্তাহে আবার এই মামলার শুনানি হবে।