সাবধান! বেলা ১২টা থেকে দুপুর ৪টে...বাইরে বেরোবেন না

গরমে নাজেহাল গোটা বাংলা। সাম্প্রতিক সময়ে যেভাবে গরম পড়েছে তাতে মানুষের আত্মারাম খাঁচাছাড়া। দক্ষিণবঙ্গে আবার লু বইছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
summermamata

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতাঃ গরমে নাজেহাল গোটা বাংলা। সাম্প্রতিক সময়ে যেভাবে গরম পড়েছে তাতে মানুষের আত্মারাম খাঁচাছাড়া। দক্ষিণবঙ্গে আবার লু (Loo) বইছে। এমন পরিস্থিতিতে রাজ্যবাসীকে গরম থেকে বাঁচতে কিছু সতর্ক অবলম্বন করার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার (State Govt)। সোমবারও সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) বলতে শোনা গেছে যে, ১২টা থেকে ৪টে পর্যন্ত প্রয়োজন ছাড়া রাস্তায় না বেরানোই ভালো। এই মর্মে এবার অনুমান করা হচ্ছে সরকারের তরফে গরমের জন্যও একটি বিজ্ঞপ্তি জারি হতে পারে।