নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (DA) দাবিতে রাজ্য সরকারের (State Govt) সঙ্গে সরকারি কর্মচারীদের লড়াইয়ের মাঝেই এলো বড় খবর। শুধু রাজ্যের 'ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস'- এ (West Bengal Judicial Service) কর্মরত সদস্যদের জন্য কেন্দ্রীয় হারে ডিএ-র ঘোষণা করলো রাজ্য সরকার। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে বিচারব্যবস্থা দফতর। দেখা যায়, 'ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে' বর্তমানে কর্মরত সদস্যদের জন্য ডিএ ঘোষণা করছে রাজ্য সরকার। চলতি বছর ১ জানুয়ারি থেকে এই ডিএ নীতি লাগু হচ্ছে। কেন্দ্রীয় হারে দেওয়া হবে মোট ৪২ শতাংশ মহার্ঘ্য ভাতা। ফলে সরকারি কর্মচারীদের (State Govt Employee) ক্ষোভের আগুনে যেন ঘি পড়লো।