নভেম্বর মাসেও লম্বা ছুটি দিচ্ছে মমতা সরকার! রইল তালিকা

একের পর এক ছুটি কাটিয়ে রাজ্যে দুর্গাপুজো শেষ হয়েছে। এবার আসছে কালীপুজো। তবে তার আগে বড় সিদ্ধান্ত নিল মমতা বন্দোপাধ্যায়ের সরকার। ক্লিক করে জেনে নিন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
holiday3

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সবে দুর্গাপুজোর ছুটি শেষ হয়েছেবাংলায় । তারপর খুলে গিয়েছে নানা সরকারি দফতর। অফিসে গিয়েই একে অন্যকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানানো শুরু হয়ে গেছে। চতুর্থী থেকে দুর্গাপুজোর ছুটি শুরু হয় বাংলায়। ১৮ দিন পর সোমবার খুলল সমস্ত সরকারি দফতর। অফিসে এসে কেউ কাজ শুরু করেছেন। আর কেউ আবার মিষ্টি নিয়ে হাজির।

এবার আবার জানা গেল যে আবার নভেম্বর মাসে পাওয়া যাবে বেশ লম্বা ছুটি। নভেম্বর মাস জুড়ে ১৩টি ছুটি দেবে সরকার। 

আগামী ১২ নভেম্বর কালীপুজো কিন্তু সেটা আবার রবিবার। সরকারি ছুটি যাতে মার না যায় সেই জন্য রাজ্য সরকার কালীপুজোর অতিরিক্ত ছুটি দিয়ে দিয়েছে ১৩ ও ১৪ নভেম্বর। আর ১৫ নভেম্বর ভাইফোঁটার ছুটি দেওয়া আছে। এই দিনে আবার বিরসা মুন্ডার জন্মদিনের ছুটি। এবার দুই ছুটি মিলে যাওয়ায় ১৬ নভেম্বর বৃহস্পতিবার ভাইফোঁটার অতিরিক্ত ছুটি দেওয়া হল নবান্নর তরফ থেকে। এমনকী ছটপুজোও রবিবার ১৯ নভেম্বর। তাই ছটেরও অতিরিক্ত ছুটি পাবেন সোমবার ২০ নভেম্বর। সুতরাং ১৮ থেকে ২০ নভেম্বর টানা ছুটি পাবেন। গুরু নানকের জন্মদিন ২৭ নভেম্বরেও ছুটি মিলবে।

hiring.jpg